
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় যমুনা টেলিভিশনের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার ক্যামেরা পার্সনসহ ৩ জন আহত হয়েছেন।
আজ রবিবার সকাল ৮টায় এ দুর্ঘটনায় ঘটেছে।
আহতরা হলেন, স্টাফ রিপোর্টার হোসাইন জিয়াদ, ক্যামেরা পার্সনসহ নাসির উল আলম ও গাড়ী চালক মিন্টু দাশ।

আহতদের স্থানীয় জমজম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়ছে।
বিষয়টি নিশ্চিত করে যমুনা টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান জামশেদ রহমান পাঠক ডট নিউজকে জানান, ভোরে যমুনার নিউজ টিম চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবার পথে বহনকারী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে। এতে ৩ জন আহত হয়েছেন।