
চট্টগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ এর ৯১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (০১ মার্চ) সকালে সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ এর একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ’ এ আয়োজন সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অসাদুজ্জামান খাঁন।
এসময় সুদীর্ঘ ইতিহাস সম্বলিত বিজিবি’র ক্রামগত উন্নয়নের ধারা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলার ব্যাপারে বর্তমানে অনেক উন্নয়ন মূলক কর্মকান্ড গ্রহন করা হয়েছে।
এছাড়াও সীমান্ত সুরক্ষার জন্য স্থাপনা নির্মানের পাশাপাশি বিজিবি সদস্যদের বসবাস, স্বাস্থ্যসহ পারিপার্শ্বিক অন্যান্য বিষয়ের উপর নজর রেখে বাস্তবায়নের লক্ষ্যে গ্রহন করা হয়েছে বিভিন্ন উন্নয়ন মূলক পরিকল্পনা।
উপস্থিত নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূল পরিচিতি। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না সেই প্রকৃত সৈনিক।
এসময় তিনি ৯১তম রিক্রুট ব্যাচ এর ৫৩৫ জন নবীন সৈনিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীন সৈনিক হিসিবে ১ম স্থান অর্জনকারী সিপাহী মো: তুহীন মিয়ার হাতে পুরষ্কার তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান।
এছাড়াও কুচকাওয়াজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিজিবি এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বিজিবি ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট বি. জেনারেল মো: সাজ্জাদ হোসেন, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার মেজর জেনারেল মো:জাহাঙ্গীর কবির তালুকদার এবং চট্টগ্রাম অঞ্চলের সামরিক ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাসহ নবীন সৈনিকদের অভিভাবকবৃন্দ।