
চট্টগ্রামের হাটহাজারীর উপজেলার চিকনদণ্ডি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে নূর বানু (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার দিবাগত রাত ৮টায় পূর্ব ছড়ারকূল রফিক আহম্মদ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধা সিএনজি চালিত অটোরিক্সাচালক মিয়াধনের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানাগেছে, রাতে রান্নাঘরে ভাত রান্না করছিলেন বৃদ্ধা নূর বানু। এমনিতে তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন। তার টিনসেড নির্মিত সেমিপাকা ঘরের পাশে বেড়া নির্মিত রান্নাঘরের চুলার আগুন থেকে পরনের শাড়িতে আগুন ধরে গেলে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বৃদ্ধা নূরবানু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
এসময় ঘরে অন্য কেউ ছিলেন না। বৃদ্ধার একমাত্র মেয়ে বিয়ে দেওয়া হয়েছে আগে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকের হোসেন জানান, রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডে ঘরের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।