
স্বাধীনতা দিবসের পুস্পস্তবক অপর্ণ করার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এসময় ছাত্রদল সভাপতি খোরশেদ আলমসহ সংগঠনের ৪ নেতাকর্মী আহত হয়েছে। হামলাকারীরা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেল ও প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দীন চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত বলে ছাত্রদল নেতারা অভিযোগ করেন।
আজ সোমবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অগ্রনী ব্যাংকের সামনে স্বাধীনতা দিবসের শ্রদ্ধাঞ্জলি জানাতে আসলে এই মারধরের ঘটনা ঘটে।
অাহত অন্যান্যরা হলেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের আহ্বায়ক নাজমুল হোসাইন ও কলা অনুষদের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ।
সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা অগ্রণী ব্যাংকের দিকে গেলে ছাত্রলীগ নেতা মাসুম খান ও রাফির নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা অতর্কিতভাবে ছাত্রদলের ওপর হামলা চালায়। এসময় ছাত্রদল সভাপতি খোরশেদ আলমকে মারধর করা হয়। তাকে উদ্ধার করতে গেলে আরও ৩ ছাত্রদল নেতা মারধরের শিকার হন।
ছাত্রদল সাধারণ সম্পাদক শহিদুল আলম বলেন, স্বাধীনতা দিবসে হামলা করার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাতেই আঘাত করলো ছাত্রলীগ। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেল বলেন, শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে ক্যাম্পাসে নাশকতা করতে ছাত্রদল আসে। এসময় ছাত্রলীগ কর্মীরা তাদের প্রতিহত করে।