
টেকনাফের শাহপুরী ও সেন্টমার্টিনের মাঝামাঝি বাংলা চ্যানেল অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
আজ সোমবার ভোরে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য সাড়ে ৭ কোটি টাকা বলে জানায় কোস্টগার্ড পূর্ব জোন।
কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেঃ কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২ এপ্রিল বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীপূর্ব জোন (চট্টগ্রাম) অধীনস্থ সিজিআউট পোষ্ট শাহপুরী কর্তৃক একটি অভিযান পরিচালনাকরা হয়। উক্ত অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটকে ধাওয়া করলে তারা দুটি প্লাষ্টিকের বস্তা ফেলে বোট নিয়েপালিয়ে যায়। ফেলে যাওয়াবস্তা থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য সাত কোটি পঞ্চাশলক্ষটাকা। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত এধরণের অভিযান অব্যাহত রাখবে।