
চট্টগ্রামে ৩০ লাখ টাকার জাটকা জব্দ করেছে র্যাব। আজ সোমবার (৯ এপ্রিল) সকালে নগরীর সদরঘাট এলাকা থেকে ৬ টন জাটকা ইলিশ জব্দ করা হয়।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ মেহেদী হাসান (৩০) নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল সদরঘাট এলাকায় এফভি সীমান্ত -১ নামক একটি মাছ ধরার জাহাজে অভিযান চালায়। এ জাহাজের মাধ্যমে সমুদ্র থেকে জাটকা ইলিশ ধরে চট্টগ্রামের সদর ঘাটে মজুদ করছে একটি অসাধু ব্যবসায়ী চক্র।
তিনি জানান, মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ ধারায় মোঃ মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া উদ্ধারকৃত জাটকা ইলিশ জেলা প্রশাসনের তত্তাবধানে বিভিন্ন এতিম খানা, মাদ্রাসায় বিতরণ করা হয়েছে ।