
রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের নারানগিরিস্থ বড়পাড়া এলাকায় আকস্মিক অগ্নিকান্ডে অর্ধশতাধিক বসতঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।
আজ রবিবার বিকেল চারটার সময় সংগঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল আলম।
এই অগ্নি দূর্ঘটনায় ১০ কোটি টাকারও বেশি ক্ষতি সাধন হয়েছে উল্লেখ করে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন বলেন জানান, বিকেল চারটার সময় আগুনের সূত্রপাত হলেও কার ঘর থেকে আগুল লেগেছে সেটি কেউ বলতে পারছে না। আগুন মুহুর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে অন্তত দুই ঘন্টাব্যাপী আগুনের ব্যাপক তান্ডবে অন্তত ৫৩টি বসতঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে অবস্থান করছে বর্তমানে।
চেয়ারম্যান জানান, এলাকাটি অত্যন্ত দূর্গম হওয়ায় সেখানে সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন, অগ্নিকান্ডের পর থেকে কাপ্তাই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে বেশ কয়েকবার ফোন দিলেও তারা কেউই ফোন রিসিভ করেনি। ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে এই প্রতিবেদকসহ স্থানীয় সংবাদকর্মীরা কাপ্তাই দমকল বাহিনীর টিএন্ডটি নাম্বারে ফোন করলেও ফোনটি রিসিভ করে সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বেশ কয়েক বার। এই কারনে অগ্নিকান্ড সম্পর্কে সঠিক তথ্য পেতে দূর্ভোগ পোহাতে হয়েছে সংবাদকর্মীদের।