
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ফকিরহাট এলাকায় মবিলের ট্যাংকে পড়ে মো. মাসুম (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফকিরহাটের বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন খোরশেদ আলম (২৫) নামে আরও এক শ্রমিক। নিহত মাসুম কুমিল্লা জেলার মনোহরগঞ্জের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পোড়া মবিলের ট্যাংকের উপরে বসে কাজ করার সময় অসাবধানতাবশত ট্যাংকের ভেতরে পড়ে যান মাসুম ও আলম। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। আলম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূইয়া জানান, সলিমপুর ফকিরহাট বিদ্যুৎ অফিসের সামনে পোড়া মবিলের ট্যাংকের গোড়ায় কাজ করার সময় ভেতরে পড়ে ডুবে যান মাসুম ও খোরশেদ নামে দুই শ্রমিক।
তাদেরকে উদ্ধার করে চমেকে আনার পথে মাসুমের মৃত্যু হয়। আহত অপর শ্রমিক খোরশেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।