
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে বাসের চাপায় পিষ্ট হয়ে মন্জুরুল হক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রবিবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১ টার সময় উপজেলার সোনাইছড়ির কদমরসুল এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, পথচারী মন্জুরুল হক রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি মোটর সাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে যায়, এসময় একইমূখী ‘ অলংকার-সীতাকুণ্ড ৮ নং বাসের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের চাচা কামরুল হাসান জানান, মন্জু একটি শীপ ব্রেকিং ইয়ার্ডে কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন, বাড়ি যাওয়ার জন্য বাসের টিকেট কাটতে রাস্তায় এসেছিলেন।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই শামুলল হক ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। বাসটি আটক করা যায়নি। নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার নান্দায় থানার মেরাকুনা গ্রামের মৃত আবদুর রহমান সরকারের পুত্র।