t প্রেমিক আদনানকে কারাগারে প্রেরণ, রিমাণ্ড শুনানী রবিবার – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রেমিক আদনানকে কারাগারে প্রেরণ, রিমাণ্ড শুনানী রবিবার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলার প্রধান আসামি আদনান মির্জাকে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।  আদালত তাকে আগামী ৬ মে রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান েএ আদেশ দেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করেন নিহত কিশোরীর বাবা ব্যবসায়ী মোহাম্মদ আমিন ।মামলায় এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ্য করে তাসপিয়ার প্রেমিক আদনানসহ ৬জনকে আসামী করা হয়েছে বলে পুলিশ জানায়।

.

এদিকে সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রীর লাশ উদ্ধার ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় কিছু ক্লু খুঁজে পেয়েছে পুলিশ।  তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করছে না। পুলিশ মৃত্যুরহস্য উদঘাটনে মধ্যরাতে তাশফিয়ার বন্ধু আদনান মির্জার বাসায় অভিযান চালায় এবং আদনানের মোবাইল ফোনসহ যাবতীয় সকল ইলেক্ট্রনিকস ডিভাইজ জব্দ করে। এসব ডিভাইসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইন্সট্রাগ্রাম, ইমোসহ আদনানের সব আইডিতে অনুসন্ধান করছে পুলিশ।

এসব আইডি নজরদারি করে দেখা যায়, আদনান ফেসবুক ভিত্তিক গ্রুপ গ্যাংস্টার রিচ কিডস এর প্রধান। গত এক মাসে ফেসবুকের কল্যানে তাদের ঘনিষ্ঠতা আরো বেড়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আদনান জানায়, বিষয়টা পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে পরিবারের সদস্যদের চাপে তাসপিয়া তার ফেসবুক আইডি বন্ধ করে দেয়। পরে সামাজিক যোযোগের নতুন মাধ্যম ইনস্টাগ্রামে যোগাযোগ হয় তাদের। ঘটনার দিনও ইনস্টাগ্রামে কথোপকথোনে আদনানের সাথে দেখা করতে ঘর থেকে বের হয় তাসপিয়া।

তদন্তে থাকা চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম তাশফিয়া সন্ধ্যা পর্যন্ত আদনান মির্জার সাথে থাকার ভিডিও ফুটেজসহ তথ্য আমরা পেলেও সন্ধ্যার পর তাশফিয়া কীভাবে কার সাথে চট্টগ্রাম নগরী থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে পতেঙ্গা নেভাল রোডে গেল এবং সেখানে গিয়ে কীভাবে সে নিহত হলো, সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। সেই রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।

জানা যায়, আদনান চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা পদুয়া এলাকার ব্যবসায়ি ইসকান্দার মির্জার ছেলে। নগরীর দক্ষিণ খুলশী মুরগী ফার্ম এলাকার জালালাবাদ আবাসিকের রয়েল পার্ক বিল্ডিংয়ে বসবাস করে। বর্তমানে আদনান বাংলাদেশ অ্যালিমেন্টারি স্কুলের শিক্ষার্থী। এর আগে সানসাইন গ্রামার স্কুল এন্ড কলেজে পড়ালেখার সুবাধে তাসফিয়ার সাথে তার ঘনিষ্ঠতা হয়।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print