
নড়াইলে কথিত প্রেমিকের প্রতারণার শিকার হয়েছেন এক কলেজছাত্রী।
মেয়েটির এক আত্মীয় জানান, নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের শেখহাটি গ্রামের মৃত আব্দুর ছাত্তার সরদারের ছেলে কথিত পল্লী চিকিৎসক সোবহান সরদার (২৮) দীর্ঘদিন যাবত একই এলাকার কলেজছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই মেয়ে সোবহানকে বিয়ে করার কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। পরে মেয়েটির পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়।
কিছুদিন পর বিয়ের কথা বলে মেয়েটিকে স্বামীর সংসার ত্যাগ করতে বাধ্য করে সোবহান।
গত বছর বিয়ের নামে একটি নাটক সাজিয়ে মেয়েটির সাথে প্রতারণা করে সে।
বিভিন্ন চাপে গত ২৪ এপ্রিল ভোরে যশোরের অভয়নগর দিঘির পাড় বিবাহ রেজিস্টার মাও. মো. নাজিরের কাছে গিয়ে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবন্ধ হয় তারা। কিন্তু বাসর রাতেই স্ত্রীকে রেখে পালিয়ে যায় সোবহান।
এ প্রসঙ্গে বিবাহ রেজিস্টার মাও. মো. নাজির জানান, ‘আমার কাছে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। কাবিননামার কপি পেতে সময় লাগবে।’
এদিকে প্রতারণায় অভিযুক্ত সোবহানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।