
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার নিজ বাড়ী থেকে স্থানীয় যুবলীগ নেতা আবুল হাশেম তালুকদার (৫৫) প্রকাশ বাচার অগ্নিদ্বগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (৪ মে) সকালের দিকে উপজেলার ৯ নম্বর ইছামতী ওয়ার্ডের তালুকদার বাড়ির নিজ ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আবুল হাশেম তালুকদার ওই সময় বাড়িতে একাই ছিলেন।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে তালুকদার বাড়ি থেকে আবুল হাশেম প্রকাশ বাচার পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগানে তিনি দগ্ধ হয়ে মারা গেছেন। তবে এখনো কোনো সবকিছু নিশ্চিত করে বলার সময় আসেনি। আমরা তদন্ত শুরু করেছি। তিনি জানান, গতকাল রাতে আবুল কাশেম বাড়িতে একা ছিলেন। তার সন্তান ও স্ত্রী বেড়াতে গিয়েছিলেন।
মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।