
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ফেনী থেকে সীতাকুণ্ড পর্যন্ত তীব্র যানজট চলছে দিনভর। এর মধ্যেও গাড়ির ধাক্কায় এক ব্যাক্তির মৃতু হয়েছে।
আজ শুক্রবার (১১ মে) রাত ৭ টার সময় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিএইচপি ইন্ডাষ্ট্রিজ সামনে উল্টো পথে আসা একটি অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ব্যক্তির অনুমানিক বয়স ৪৫ বছর।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের মধ্যে এক দিকে গাড়ি চলছে থেমে থেমে। এরই মধ্যে উল্টো পথে যাচ্ছে কিছু গাড়ি। এসময় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়।
কুমিরা হাইওয়ে ফাড়িঁর সার্জেন্ট মাসুদ আলম বিষয়টি স্বীকার করে বলেন, যানজটের মধ্যে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। লাশটি আমরা উদ্ধার করেছি। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।