
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইফতারসামগ্রী নিতে গিয়ে পদদলীত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত অর্ধশত। আজ সোমবার দুপুরে স্থানীয় নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন আমি ঘটনাস্থলে যাচ্ছি। ৯ জনের মৃত্যুর থবর পেয়েছি। কিভাবে মারা গেছে বলতে পারছি না।

স্থানীয়রা জানান, কবির স্টিল (কেএসআরএম) নামে শিল্প গ্রপের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করার সময় শত শত নারী হুড়াহুড়ি করে গেইটে প্রবেশের সময় পদদলিত হয়ে আহত নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা সবাই নারী বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন পাঠক ডট নিউজকে জানান, ইফতার সামগ্রী বিতরণের খবর পেয়ে ভোর থেকে হাজার হাজার নারী ভীড় জমায় নলুয়া ইউনিয়নের শিল্পপতি শাহজাহানের বাড়ীর সামনে। বেলা ১২টার দিকে হটাৎ এক সাথে সবাই ঢুকতে গিয়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পবিত্র রহমান উপলক্ষে কবির স্ট্রিল মিলের পক্ষ থেকে প্রতি বছরের মত সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে যাকাত ও ইফতার সামগ্রী বিতরনের জন্য সোমবার উদ্যোগ নেন। খবর পেয়ে সকাল থেকেই সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী উপজেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ সেখানে ভীড় করে। নলুয়া গ্রামের বাসিন্দা মোঃ হাসান জানিয়েছেন, যাকাত ও ইফতার সামগ্রী বিতরনের আগে তাদের এলাকার বিভিন্ন মসজিদের মাইকে প্রচার করা হয়। যার কারণে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী,পুরুষ ও শিশুরা জড়ো হয়। যাকাত ও ইফতার সামগ্রী বিতরনের এক পর্যায়ে হুড়োহুড়ি করে নেওয়ার সময় পদদলিত হয়ে ১০জন নিহত হন। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি এইচএম, এমরান ভুঁইয়া বলেন, যাকাত ও ইফতার সামগ্রী বিতরনের সময় হুড়োহুড়ি করে নিতে গিয়ে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ৯ জনের লাশ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে একইভাবে যাকাত ও ইফতার সামগ্রী নিতে গিয়ে নলুয়া ইউনিয়নে বিভিন্ন এলাকার ৮জন প্রাণ হারিয়েছিল।