ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লক্ষ্মীছড়িতে ৪জন উপজাতীয় সন্ত্রাসী আটক: একে-২২অস্ত্র ও গুলি উদ্ধার

?????????????????????????????????????????????????????????

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

লক্ষ্মীছড়ি সুমড় পাড়া এলাকা থেকে একে-২২ অটোমেটিক রাশিয়ান তৈরী অস্ত্র ও গুলিসহ ৪জন উপজাতীয় সন্ত্রাসীকে আটক করেছে।

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী অভিযান চালিয়ে সুমড় পাড়া এলাকা থেকে একে-২২ অটোমেটিক রাশিয়ান তৈরী অস্ত্র ও গুলিসহ ৪জন উপজাতীয় সন্ত্রাসীকে আটক করেছে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী সন্ত্রাসীদের আটক, অস্ত্র ও গুলি উদ্ধার করে। লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নেতৃত্বে এ আটক ও উদ্ধার অভিযান চলে প্রায় আড়াই ঘন্টা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী, অস্ত ও গুলি লক্ষ্মছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। আটককৃতরা হলেন, সুকুমার চাকমা (৪৫),নির্মল চাকমা (১৮), শিমুল চাকমা (১৮) ও সুমন চাকমা (২২)।

আটককৃদের সবার বাড়ি সমুড় পাড়া এলাকায়। এ সময় তল্লাসী চালিয়ে অটোমেটিক ফোল্ডেট বার্ট একে-২২ অস্ত্র ১টি, ৪রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগজিন, বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ, নোটবুক, সরকার বিরোধী পোষ্টার, একটি ব্যাগ, ৯১৩১টাকা, বিকাশ নাম্বার ও বেশ কিছু মোবাইল সিম, ভোটার পরিচয় পত্র ২টি, জমিল দলীলসহ গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয়।

লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন জাওয়াদ সাংবাদিকদের জানান, প্রথমে সন্দেহজনক একটি বাড়িতে ঘেরাও করা হয়। পরে আরো একটি বাড়ি ঘেরাও করাা হয়। উপজাতীয় বাড়িগুলোতে তাদের পোষ্য কুকুড় থাকায় এ অভিযানের বড় বাঁধা। সামাল দেয়া ছিল যৌথবাহিনীর একটি বড় চ্যালেঞ্জ। নানা কৌশল অবলম্বন করে টার্গেট এলাকায় অভিযান সম্পন্ন করা হয়।

তিনি বলেন, অনেকাটা জীবন বাজি রেখেই আমি সন্ত্রাসীদের অস্ত্রের মুখে ঘরে ভিতর ঢুকলেই মুহুর্তের মধ্যে অস্ত্র তাক করতেই হাতে নাতে ধরে ফেলি। বাকিরা পালানোর চেষ্টা করলেও অভিযানের ফাঁদ থেকে কেউ রেহাই পায় নি। আটক সন্ত্রাসীরা ইউপিডিএফ’র অপতৎপরতার সাথে জড়িত। ওই এলাকায় দীর্ঘ দিন ধরে চাঁদা আদায়, হুমকী ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মুহম্মদ নুরুল আমিন বলেন, যৌথবাহিনীর এটি নিয়মিত অভিযান। দুস্কৃতিকারী যেই হোক এলাকা অশান্তি করবে এমন কাউকেই ছাড় দেয়া হবে না। সন্ত্রাস নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে কলে জানান তিনি।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print