
কিউবার রাজধানী হাভানায় ১০৪ যাত্রী নিয়ে একটি বোয়িং ৭৩৭ বিমান উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার এই ঘটনা ঘটেছে। খবর সিএনএনের।
খবরে জানা গেছে, ওই বিমানটি কিউবার হলগুইন শহরে যাচ্ছিল। এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দর থেকে কালো ধোঁয়া উড়তে গেছে। এরপরই বড় আকারের আগুনের কুণ্ডলী দেখা গেছে।
ওই বিমানটি কিউবার জাতীয় কিউবানা দে এভিয়েশনের ছিল বলে জানা গেছে। এর আগে পুরনো বেশ কয়েকটি বিমান চলাচলের অনুপযুক্ত ঘোষণা করতে বাধ্য হয় কিউবার বিমান সংস্থা।
তবে শুক্রবারের ওই বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
