
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৩ পরিবারের বসতবাড়ি। আজ শনিবার (১৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার পোপাদিয়ার বিদগ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো.শামীম উজ্জামান।
তিনি জানান, লিটন চৌধুরী, আশীষ চৌধুরী ও প্রেমনাথ চৌধুরীর বসত বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রায় একঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।