
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড ফৌজদারহাট জলিল টেক্সটাইল গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে একটি চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাডভ্যানের পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম মোহাম্মদ আরিফ (৪৬) বাড়ী টাঙ্গাইল জেলায়।
ফৌজদার হাট পুলিশ ফাড়ীর ইনর্চাজ রফিক আহম্মদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত দুইটার দিকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকা (মেট্রো ট ১৫-১২১৮)সামনের দুটি চাকা ফুটো হয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি সামনের একটি কর্ভাডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুছড়ে গিয়ে ট্রাক চালক ও দুই সহকারী গুরুত্বর আহত হন। পরে ঘটনাস্থলে চালক মারা যায়।
আহত ট্রাকের দুই সহকারী ফয়সাল ও হাসানকে গুরুতরবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।