t সদরঘাটে বৃদ্ধা মঞ্জু সেনের দুই খুনিকে গ্রেফতার করেছে পুলিশ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সদরঘাটে বৃদ্ধা মঞ্জু সেনের দুই খুনিকে গ্রেফতার করেছে পুলিশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত বৃদ্ধা মঞ্জু সেন।

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার নেভাল-টু খ্যাত কর্ণফুলি নদীর পাড় থেকে বৃদ্ধা মঞ্জু সেন (৭৭) এর মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতাকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মঞ্জু সেনকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফেলে দিয়েছে তারা।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সৈয়দ আব্দুর রউফ রাতে পাঠক ডট নিউজকে দুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  গ্রেফতারকৃত দুজন হলেন, বিপ্লব ও আব্বাস।

এর আগে শনিবার দুপুরে সদরঘাট থানার অভয়মিত্র ঘাটের নেভাল টু থেকে সদরঘাট থানা পুলিশ বৃদ্ধা মঞ্জু সেনের লাশটি উদ্ধার করে।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন রাত ৩টায় পাঠক ডট নিউজকে বলেন, মঞ্জু সেন হত্যায় জড়িত থাকার অভিযোগে রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছি। তারা স্বীকার করেছে মঞ্জু সেনকে তারা মেরেছে।  এ ঘটনায় জড়িত বাকীদের গ্রেফতারে অভিযান চলছে। তাই এ মুহুর্তে বেশী কিছু বলা যাচ্ছে না।  রবিবার প্রেসকে বিস্তারিত জানাবো।

এর আগে শনিবার দুপুরেওসি নেজাম উদ্দিন জানিয়েছিলেন, আজ শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি নেভাল টু এলাকা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে তাকে কোন ছিনতাইকারী হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় সুত্রে জানা যায়,  শুক্রবার সকালে মর্নিং ওয়ার্ক করতে এসে নিখোঁজ নগরীর ফিরিঙ্গী বাজার শিববাড়ি এলাকার বাসিন্দা মঞ্জু সেন। সেদিন সকাল গড়িয়ে দুপুর হলেও বাসায় না ফিরলে তার ছেলে রতন সেন তাকে খুঁজতে থাকে। বিকাল পর্যন্ত অনেক খোজাখুজির পর নগরীর কোতোয়ালী থানায় নিখোঁজ ডায়েরি করেন ছেলে। শনিবার দুপুরে নেভাল টু এলাকা থেকে লাশটি উদ্ধার হয়। নিহত মঞ্জু সেন ফটিকছড়ির ভুজপুরের বাসিন্দা মানিক চন্দ্র সেনের স্ত্রী বলে জানা গেছে।

*মনিং ওয়ার্কে গিয়ে লাশ হয়ে ফিরেছেন মঞ্জু সেন

 

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print