ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের পিটুনিতে একজন নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে  হাটহাজারীতে মাদক ব্যবসার জের পিটুনিতে নুর উদ্দিন (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  বুধবার(২৯মে) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার (২৬মে) উপজেলার ফতেয়াবাদ বাদশা মিয়া সড়কস্থ ফতেহ খান মজুমদার বাড়ি এলাকায় তার প্রতিপক্ষ স্থানীয় কিছু যুবক নুর উদ্দিনের উপর হামলা চালায়।  এসময় হামলাকারীরা লাঠি, লোহার রড় ও পাইপ দিয়ে তার দুই পায়ের হাটু, বাম হাত ভেঙ্গে দেয়।

এছাড়া মাথা, মুখ ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে।  নুর উদ্দিন ফতেয়াবাদ আনার আলী টেন্ডল বাড়ির মো. আলী আহাম্মদের পুত্র। এ ঘটনায় ৮জনকে আসামী করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মাদক ব্যবসা ও মাদকের টাকা ভাগ নিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে নুর উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। অধিকতর তদন্ত চলমান ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।

নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, মাদক ব্যবসায় জের ধরে নুর উদ্দিনের সাথে এলাকায় আধিপত্য বিস্তারকারী একটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।  শনিবার তারাবির নামাজের সময় তার বাড়ির সামনে থেকে বেশ কিছু যুবক তাকে ধরে নিয়ে যায়। পরে দূরবর্তী মুরগীর ফার্ম এলাকায় নিয়ে তাকে লাঠি, লোহার রড় ও পাইপ দিয়ে পিটিয়ে তার দুই পায়ের হাটু এবং বাম হাত ভেঙ্গে দেয়। এছাড়া মাথা, মুখ ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে। এরপর তাকে ফতেয়াবাদ বাদশা মিয়া সড়কস্থ ফতেহ খান মজুমদার বাড়ি সংলগ্ন এলাকার একটি বিদ্যুৎ খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে আবারও বেদম পিটুনি দেয়।  নুর উদ্দিনের উপর হামলার খবর পেয়ে তার ভাইয়েরা রক্ষা করতে গেলে তার ছোট ভাই যথাক্রমে সুমন, মহিউদ্দিন ও মেজবাহ উদ্দিনকেও হামলাকারীরা ধাওয়া দেয়।

পরে নূর উদ্দিনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ২৮নম্বর ওয়ার্ডের ১৫নং বেডে সে ৩দিন চিকিৎসাধীন থাকার একপর্যায়ে আইসিউতে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের কেউ কেউ জানান, নুর উদ্দিন মাদক ব্যবসায়ী ছিল।  তাকে যারা মেরেছে তারাও মাদক ব্যবসার সাথে জড়িত। মূলত মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে পিটুনি দিয়ে খুন করা হয়েছে।তবে আসামী আটকের স্বার্থে পুলিশ ও নিহতের পরিবার হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করেনি।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print