
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ঢোলবাদক প্রয়াত বিনয়বাঁশী জল দাসের সহধর্মীনি সুরবালা জলদাস মারা গেছেন। তিনি শনিবার (২ জুন) দুপুর ২টা ৪০ মিনিটের সময় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ছন্দারিয়া খাল পাড়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ছয় ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিনয়বাঁশী জলদাস ছেলে বাবুল জলদাস জানান, শনিবার রাতে ধর্মীয় রীতি অনুযায়ী পারিবারিক শশ্মানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সুরবালা জলদাস জীবদ্দশায় বলেছিলেন, ‘একদিন গানবাজনা শেষে বাড়ি ফিরলে তাঁকে (বিনয়বাঁশী) সংসারে অভাবের কথা বলি, মানুষটা আমার কাঁধে হাত দিয়ে বলেছিলেন ‘টাকা-পয়সা দিয়ে আমি তোমাকে খুশি করতে পারব না। তুমি কি আমার কাছে থেকে প্রেম চাও না বিত্ত? আমি বলেছিলাম প্রেম চাই। জীবনে কখনো প্রেমের অভাব হয়নি আমার।’
প্রসঙ্গত ঢোলবাদক প্রয়াত বিনয়বাঁশী জল দাস ২০০২ সালের ৫ এপ্রিল পরলোক গমন করেন।