
কর্ণফুলি উপজেলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার অভিযোগে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করার আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি পুনরায় ফিরে পেয়েছেন জাহাঙ্গীর আলম।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব মো. ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত গত ২৭/০৫/২০১৮ই তারিখের এক আদেশে এ সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।
জানা যায়, নব গঠিত কর্ণফুলী উপজেলায় ২০১৭ সালের মহান বিজয় দিবসের শিকলবাহা এজে চৌধুরী কলেজ মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে তাকে বিজয় দিবসের অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার অভিযোগে তার সমর্থিত লোকজন নিয়ে হামলার ঘটনার অভিযোগ উঠে।
এ ঘটনায় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ১ নাম্বার আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর এ ঘটনার জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নিদের্শে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত প্রদান করে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়। পরে চেয়ারম্যান এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে তিনি পরিষদ বা রাষ্ট্রের হানিকর কোন কার্যকলাপে জড়িত থাকবেন না উল্লেখ করে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে কারণ দর্শানোর জবাব প্রদান করেন। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় অস্থায়ী বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চেয়ারম্যান পদে তাঁকে পুন:বহালের এ নির্দেশ প্রদান করেন।