
চট্টগ্রামে পৃথক ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবুল (৩৫) নামে এক নিরাপত্তা কর্মী এবং ট্রাক চাপায় খাইরুল আমিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়।
আজ মঙ্গলবার নগরীর কদমতলী বিআরটিসি মার্কেট এলাকা ও আকবর শাহ থানা এন আর ষ্টীল মোড়ে দুর্ঘটনা দুটি ঘটেছে।
চট্টগ্রামে মেডেকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন দুটি ঘটনা নিশ্চিত করে বলেন আজ মঙ্গলবার দুপুরে নগরীর কোতোয়ালি থানা বিআরটিসি এলাকায় মুক্তিযোদ্ধা ক্লাবের সামনে বাতাসে ঝড়ো হওয়ায় ভেঙ্গেপড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবুলের মৃত্যু হয়। নিহত বাবুল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা হরিপুলের আবুল ইসলামের ছেলে।
বাবুল মুক্তিযোদ্ধা ক্লাবের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করাতো। তার এক ছেলে ও ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে টিন দিয়ে বানানো একটি ঘরে থাকত বাবুল। গত সোমবার রাতে প্রচন্ড ঝড় বাতাসে ঘরের চালের উপর একটি গাছ ভেঙ্গে পড়ে। মঙ্গলবার দুপুরে সে গাছটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় বাবুল। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিকেলে নগরীর আকবর শাহ থানা এন আর ষ্টীল মোড়ে ট্রাকের ধাক্কায় ৫ বছর বয়সী শিশু খাইরুল আমিনের মৃত্যু হয়েছে। নিহত শিশু খায়রুল আমিন কক্সবাজার জেলার টেকনাফ তেলাতলীর নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।