
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিমতলা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। নিহতের নাম টিনা আক্তার (১৮)। নিহত টিনা রিজেন্সি নামক একটি কারখানায় কর্মরত ছিল।
আজ বৃহস্পতিবার (২১জুন) দুপুরে রাস্তা পারপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে গুরতর আহতবস্থায় টিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়