কেএসআরএম-আজাদী বিশ্বকাপ কুইজের পুরস্কার প্রদান করা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার এ পুরস্কার প্রদান করা হয়েছে।
জানা গেছে, গত ১৪ জুন থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর থেকে বরাবরের মত এবারেও দৈনিক আজাদী পাঠকদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। কিন্তু ঈদের ছুটির কারণে প্রথম দিন থেকে কুইজের পুরস্কারগুলো প্রদান করা যায়নি।
গতকাল রবিবার মোট সাত দিনের পুরস্কার প্রদান করা হয়। দৈনিক আজাদী কার্যালয়ের সামনে বরাবরের মতই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাদের উত্তর সঠিক ছিলো তারা উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেছেন।