
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ কুতুবউদ্দিন শিবলী নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট চেয়ারম্যানঘাটা এলাকার নিজ বাড়ী থেকে শিবলীকে গ্রেফতার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, শিবলী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের আহ্বায়ক। দ্রুত বিচার আইনের একটি মামলাসহ বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে।
এছাড়া গ্রেফতার শিবির নেতা শিবলীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগে ১৩টি মামলা রয়েছে বলে জানান ওসি।
ওসি আরো বলেন, আগেও শিবলীকে নাশকতা মামলায় বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছে। জামিনে বেরিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন তথ্যে খবর পেয়ে বুধবার গভীর রাতে দ্রুত বিচার আইনে করা একটি মামলায় অস্ত্রসহ ফের তাকে গ্রেফতার করা হয়।
এদিকে উত্তর জেলা শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে শিবির নেতা কুতুব উদ্দিন শিবলীর বিরুদ্ধে দায়ের করা সব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। পুলিশ ষড়যন্ত্রমূলক অস্ত্রদিয়ে তাকে তার বাড়ী থেকে গ্রেফতার করছে। পুলিশের এ কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন শিবির নেতৃবৃন্দ।