
উখিয়া-টেকনাফ রোডের ঘুমধুম এলাকায় একটি বাঁশবাহী ট্রাক চাপায় এক শিশুসহ ৪ জন নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়।
নিহতদের মধ্যে ৩ জন নারী ও এক শিশু রয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মোহাম্মদ খাইরুজ্জামান পাঠক ডট নিউজকে বলেন, দু’টি উটোরিকশার উপর একটি বাঁশবাহী ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলে তিন নারী ও এক শিশু নিহত হয়েছে। এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।