t সীতাকুণ্ডে মহাসড়কে জেলেদের অবরোধ, একঘন্টা যান চলাচল বন্ধ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে মহাসড়কে জেলেদের অবরোধ, একঘন্টা যান চলাচল বন্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সাগরে মাছ ধরার সীমানাকে কেন্দ্র করে জেলে সম্প্রদায়ের দুই গ্রুপের বিরোধের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবরোধ করেছে এক পক্ষ।
আজ সোমবার (৩০ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর এলাকার এ মহাসড়ক অবরোধের ফলে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে জন দুভোর্গ নেমে আসে।  এসময় মুমুর্ষ অবস্থায় রোগী নিয়ে অনেক এ্যাম্বুলেন্স আটকা পড়তে দেখা যায়।  পরে পুলিশ ও স্থানীয় জন প্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সড়ক অবরোধ তুলে দেয়ার পর যানবাহন চলাচল শুরু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, জেলারা সাগরে মাছ মারা নিয়ে বিরোধের জেরে মহাসড়কে অবস্থান নিয়ে বিভোক্ষ করেছে।  এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দিয়েছে।
 
এদিকে মহাসড়কে অবরোধ চলাকালে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল, ফৌজদারহাট পুলিশ ফাড়িঁর সার্জেন্ট সাইফুল ইসলাম, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকেঁর ভুইয়া ঘটনাস্থলে ছুটে যায়।  তারা সড়ক অবরোধকারী জেলেদের সাথে কথা বলে আগামী কয়েকদিনের মধ্যে সীমানা বিরোধ নিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে সমাধান করা হবে মর্মে  আশ্বাস দেয়ার পর দুপুর ১২ টার দিকে অবরোধ তুলে নেয়। 
.

উল্লেখ যে, দীর্ঘ ২৮ বছর যাবৎ জাল বসানোর নিয়ে দুই ইউনিয়নের জেলেদের মধ্যে সীমানা সহিংসতা অব্যাহত রয়েছে। সম্প্রতি সাগরে জাল বসানো মাছ ধরা নিয়ে কেন্দ্র করে দুই জেলেপাড়ার মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচ জেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 
জেলে সম্প্রদায়ের সাথে কথা বলে জানাগেছে, উপজেলার সবচেয়ে দ্বিতীয় বৃহত্তর জেলে পাড়া হচ্ছে উত্তর ছলিমপুর জেলে পাড়া। ঐ পাড়ায় প্রায় দু’শত এর অধিক জেলে সম্প্রদায়ের সাগরে মাছ ধরার লাল বোট রয়েছে।  অপর দিকে তাদের উত্তরে অবস্থিত ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জেলে পাড়া।  ১৯৯০ সাল থেকে সাগরে ইলিশ মাছ আহরণে সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সহিংসতা চলে আসছে।  
ভাটিয়ারী মির্জানগর জেলে পাড়ার সর্দার বাদল দাস বলেন, সুষ্ঠু সমাধানের আশ্বাসের ফলে আমরা সড়ক অবরোধ তুলে নিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে এর সমাধান না হলে আমরা জেলে সম্প্রদায় আবারও সড়ক আবরোধ করবে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print