
বোয়ালখালী (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে দু’টেক্সীর মুখোমুখি সংঘর্ষে ৭ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৫আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া সড়কের অলিবেকারী মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, কধুরখীলের নুর মোহাম্মদ (৫০), জোৎস্না (৩১), জেসমিন আকতার (১৪), হাবিবউল্লা (১৯), শ্রীপুর এলাকার সেলিম (৩৫), মো. ইদ্রিছ (৪৫) ও গোমদন্ডী বহদ্দার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লোকমান হোসেন (৪২)।
উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. বাবর জানান, আহত যাত্রীদের চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত হাবিবউল্লাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।