t চবি’র পরিবহন পুলে যুক্ত হলো ৫টি এসি বাস – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি’র পরিবহন পুলে যুক্ত হলো ৫টি এসি বাস

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চবি প্রতিনিধিঃ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিবহন পুলে যুক্ত হলো নতুন ৪৪ সিটের ১টি এবং ২৯ সিটের ৪টি এসিবাস ও ১টি পিকআপ ভ্যান। এর মধ্যে চারটি বাস বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থে কিনা এবং একটি বাস নিটল টাটা কোম্পানি বিশ্ববিদ্যালয় কে অনুদান হিসেবে দেয়।

আজ ৩০ জুলাই ( সোমবার) ১২.৩০ টার সময় এ গাড়ীগুলো উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় নিটল-টাটা মোটরস লিমিটেড-এর প্রোডাক্ট ম্যানেজার জনাব ভিশাল শর্মা ও আঞ্চলিক সেলস ম্যানেজার জনাব মোহাম্মদ পারভেজ সিদ্দিক নিটল-টাটা মোটরস-এর পক্ষে মাননীয় উপাচার্যকে গাড়ীগুলোর চাবি হস্তান্তর করেন।

উপাচার্য গাড়ীগুলো উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত ভাষণে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, নিটল টাটা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুল মাতলুব আহমদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।বলেন, অবস্থানগত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা সম্পর্কে সকলেই অবগত আছেন। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের পরিবহন সংকট বিশেষ করে শাটল ট্রেনের বগি বৃদ্ধি, রেল স্টেশনের আধুনিকায়নসহ অন্যান্য সমস্যাসমূহ সমাধানে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা আগামীতে ইতিবাচক ফল বয়ে আনবে বলে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। সরকারী পৃষ্ঠপোষকতার পাশাপাশি দেশের ধণাঢ্য ব্যক্তি-প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার নিরিখে আন্তরিকতা নিয়ে এগিয়ে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অচিরেই বিশ্ব মানের একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব হবে বলে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য এ বাসগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে সতর্ক, আন্তরিক ও যত্ববান হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নির্দেশ প্রদান করেন। পরে মাননীয় উপাচার্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে বাসগুলো পরিদর্শন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বাস ক্রয় কমিটির আহবায়ক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম ও সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, পরিবহন দপ্তরের প্রশাসকসহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রক্টরিয়্যাল বডির সদস্যবৃন্দ এবং অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print