তিনজন অফিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ফিউচার ক্লাউড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি পার্ট টাইমের জন্য এই নিয়োগ দেবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
যোগ্যতা: স্নাতক ডিগ্রীধারীরা আবেদন করতে পারবেন। কল সেন্টার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকারসহ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার পাবে।
শিফট সময় কাল: সন্ধ্যা ৬ টাকা থেকে রাত ১০টা পর্যন্ত।
সপ্তাহে ৫/৬ দিন।
চাকরির ধরণ: পার্ট টাইম
কর্মস্থল: ঢাকা (খিলক্ষেত)
বেতন: ৮০০০-১২,০০০/- টাকা
পারফরমেন্স ভিত্তিক বাৎসরিক রিয়েকশন প্রদান।
আবেদনের ঠিকানা: apply@futurecloudbd.com এই ওয়েবসাইট অথবা মাই বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগস্ট ২০, ২০১৮।
ঠিকানা: ১৬৫ /১, খিলক্ষেত বটতলা, ঢাকা- ১২২৯
ওয়েবসাইট: http://www.futurecloudbd.com