
চট্টগ্রাম শাহ আমানত অান্তর্জাতিক বিমান বন্দরে মধ্য প্রাচ্যের দেশ থেকে আসা যাত্রীর ব্যাগ তল্লাশী করে ১৫ কেজির বেশী ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে বিমান বন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
আজ রবিবার সকাল ৬টার দিকে মাসকাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই যাত্রী মোহাম্মদ জাহেদ এর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা বলে দাবী করেছেন কাস্টমস কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে বিমান যাত্রীর ল্যাগেজ তল্লাশী চালিয়ে ১৫ কেজি ৭৪৫ ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়েছে। ওই যাত্রীকে আটক করা হয়েছে।
আটক যাত্রী মোহাম্মদ জাহিদের বাড়ী চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।