t নিরাপদ যোগাযোগ ব্যবস্থার নিশ্চয়তা চেয়ে ষোলশহরে চবি শিক্ষার্থীদের মানববন্ধন – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নিরাপদ যোগাযোগ ব্যবস্থার নিশ্চয়তা চেয়ে ষোলশহরে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চবি প্রতিনিধিঃ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা চেয়ে এবং দুর্ঘটনায় পা হারানো সমাজতত্ব বিভাগের শিক্ষার্থী রবিউল আলমের ভবিষ্যৎ নিশ্চয়তাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ ৯ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটার দিকে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শাটলের বগি বৃদ্ধি, শাটলের বগি সংস্কার, রেললাইন সংস্কার, ষোলো শহর থেকে ক্যম্পাস পর্যন্ত ডাবল লাইন চালু, প্রত্যেক স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার ও জনবল নিয়োগ, শাটলে বহিরাগতদের যাতায়াত নিয়ন্ত্রণ, রবিউলের পূর্ণাঙ্গ চিকিৎসা ও পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বাস সার্ভিস চালুসহ মোট সাত দফা দাবি উত্থাপন করা হয়।

চবি’র ইতিহাস বিভাগের শিক্ষার্থী মঞ্জুরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন পালি বিভাগের শুভ মারমা, কিরণ মারমা, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) ইমতিয়াজ ইমতু, ফিন্যান্স বিভাগের প্রতীক রায় ও আহত রবিউলের বন্ধু, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আলমগীর।

এ সময় রবিউলের বন্ধু আলমগীর বলেন, সামনে ১২ তারিখ আমাদের মাস্টার্সের পরীক্ষা। আমরা যখন চেয়ার টেবিলে পড়ালেখা নিয়ে ব্যাস্ত রবিউল তখন ডিপার্টমেন্টের শিক্ষকদের কাছে ধর্ণা দিচ্ছে। তার ফরম ছাড়া হয়নি। সেজন্য সে মানসিক যন্ত্রণার মধ্যে ছিল। গতকালও বিভাগের চেয়ারম্যান স্যারের সাথে দেখে করতে যাচ্ছিল সে।

বক্তারা বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তার চিকিৎসার সম্পূর্ণ ব্যায়ভার বহন করে এবং চাকরির নিশ্চয়তা দেয়। রবিউল নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। কিন সর্বনাশা কিন্তু এই শাটলে তার পা কেড়ে নিল। এ বিশ্ববিদ্যালয় তাকে কী দিল? অতি শীঘ্রই শাটল ট্রেনে বগি বৃদ্ধি ও সংস্কার, বিশ্ববিদ্যালয় রুটের রেললাইন সংস্কার করে ডাবল লাইন চালু এবং ছাত্রবাস চালুর দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরো বলেন, বগি বৃদ্ধি ও সংস্কারের জন্য বারবার আন্দোলন করা হলেও প্রশাসনের টনক নড়ছে না।

এদিকে একই দাবীতে আজ বিকলে চবি উপাচার্যকে স্বারকলিপি দেয়ার কর্মসূচি রয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print