t নগরীর ৮টি হাটেই জমে উঠেছে পশু বিকিকিনি – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীর ৮টি হাটেই জমে উঠেছে পশু বিকিকিনি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম সিটি করপোরেশন অনুমোদিত দুটি স্থায়ী ও ৬টি অস্থায়ী পশুর হাটেই রবিবার থেকে জমে উঠেছে বিকিকিনি। ঘনিয়ে আসছে কোরবানির সময় আর তাই দেশের বিভিন্ন অঞ্চলসহ ভারত থেকেও আসা শুরু করেছে মাজারি ও বড় গরু। তবে চাহিদার তুলনায় ভারতীয় গরুর সরবরাহ এবছর অনেক কম। ব্যবসায়ীরা বলছেন, এবছর ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে চাহিদা মোতাবেক গরু না আসায় ছোট ও মাঝারি গরুর সংকট দেখা দিয়েছে। অন্যদিকে ক্রেতাদের মধ্যে তুলনামূলক ছোট ও মাঝারি দেশী গরুর প্রতি আর্কষণ বেশি দেখা গেছে। ক্রেতাদের চাহিদাকে পুঁজি করে ব্যবসায়িরাও ছোট ও মাজারি গরুর দাম হাঁকছে প্রায় দ্বিগুন।

.

চট্টগ্রাম নগরীর সবচেয়ে বৃহৎ স্থায়ী গরুর বাজার সাগরিকায় ক্রেতারা অভিযোগ করে বলেন, গতবছর যেসব ছোট গরু ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে কেনা হয়েছে এবছর একই সাইজের গরুর দাম ২২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হাঁকছে ব্যবসায়িরা। বিগত বছরে মাঝারি সাইজের গরু ২৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পাওয়া গেলেও এ বছর ৫০ থেকে ৬০ হাজারের নিচে তা পাওয়াই যাচ্ছে না। তবে ৮০ হাজার থেকে লাখ টাকা পেরুলে বড় গরু মিলছে আগের বছরের মতো স্বাভাবিক দামেই।

ছোট ও মাজারি সাইজের গরুর দাম বেশি হাঁকার কারণ সম্পর্কে ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে পরিবহণের ভাড়া দ্বিগুন থেকে তিনগুন বেশি পড়ছে। ফলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও কুষ্টিয়া থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাকে করে গরু বাজার পর্যন্ত আনতে অনেক খরচ পড়ছে। অন্যদিকে এবছর ভারত ও মিয়ানমার থেকে চাহিদা মোতাবেক গরু না আসায় কিছুটা বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

.

এদিকে গত ১৪ আগষ্ট থেকে গরুর বাজারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম ও জেলা প্রাণী সম্পাদ কার্যালয় এর যৌথ প্রচারনা কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার নগরীর কাটগড়, স্টীলমিল, সাগরিকা ও নুর নগর হাউজিং গরুর বাজারে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুস্থ, রোগমুক্ত পশু নিশ্চিত করা, কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ রোধে ভোক্তা পর্যায়ে করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি কল্পে প্রচারণা কর্মসুচি ও গরুর বাজার পরিস্থিতি মনিটরিং শেষে নেতৃবৃন্দরা বিভিন্ন অভিযোগ এনে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে নের্তৃবৃন্দরা অভিযোগ করে বলেন, গরুর বাজারে এক সপ্তাহ আগে থেকেই জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত থাকার ঘোষনা প্রদান করা হলেও সিটিকর্পোরেশন ও জেলা প্রশাসনের কোন ভ্রাম্যমান আদালতের টিমকে বাজারে দেখা যায়নি। ফলে গরুর চিকিৎসায় হাতুড়ে ডাক্তারদের অবাধ বিচরণের কারনে কৃতিমভাবে গরু মোটাতাজকরণ ও অপচিকিৎসার সম্ভাবনা বেড়েই চলছে। যদিও জেলা প্রাণী সম্পাদ অফিসের ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প স্থাপন হলেও তা প্রয়োজনের তুলনায় কম এবং ক্রেতারা সে বিষয়ে সচেতন নন। তারা বলেন, স্থানীয় ভাবে প্রচুর গরুর উৎপাদন হলেও বাজারে পর্যাপ্ত গরুর সরবরাহ আসেনি, অন্যদিকে সীমিত পরিমান ভারতীয় গরু বাজারে আসলেও উত্তারাঞ্চলের গরুর সরবরাহ বাজারে কম থাকায় ছোট ও মাজারী গরুর ক্রেতারা সংকটে পড়তে পারে। তাছাড়া সিটিকর্পোরেশন কোটি কোটি টাকায় গরুর বাজার ইজারা দিলেও ৪৫ডিগ্রি অ্যাঙগেলে গরু দাঁড়িয়ে রেখে গরুকে বড় দেখানোর কারনে বাজারে গরুগুলি পরিপূর্ণ বিশ্রাম পাচ্ছে না বলে মন্তব্য করেছেন নের্তৃবৃন্দরা।

.

সেক্ষেত্রে গরু ক্রয়ে ভোক্তাদেরকে আরও সতর্কতা অবলম্বন করা, প্রাণী সম্পাদ কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী গরু ক্রয় এবং পরবর্তী পরিচর্যা অনুসরণ, গরুর বাজারকে সুস্থ গরুর পরিবেশ নিশ্চিত করতে সিটিকর্পোরেশন ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত জোরদার করার দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নেতৃবৃন্দ।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম ও জেলা প্রাণী সম্পাদ কার্যালয় এর যৌথ প্রচারনা কার্যক্রম ও গরুর বাজার মনিটরিং কার্যক্রমে সাগরিকা বাজারে নেতৃত্ব প্রদান করেন চট্টগ্রাম সিটিকর্পোরেশনের প্যানেল মেয়র অধ্যাপক নেছার আহমদ মঞ্জু, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আবিদা আজাদ, কাটগড় ও স্টীলমিল বাজারে নেতৃত্ব প্রদান করেন চট্টগ্রাম সিটিকর্পোরেশনের কাউন্সিলর জয়নাল আবেদীন ও নুর নগর হাউজিং এ নেতৃতৃ প্রদান করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আশরাফুল আলম। প্রচারণা কর্মসুচি ও বাজার তদারকি কার্যক্রম উপলক্ষে অন্যান্যদের মধ্যে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব মহানগরের সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এনএম রিয়াদ, ক্যাব সদরঘাট থানার সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব কোতোয়ালীর সভাপতি জান্নাতুল ফেরদৌস, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি জানে আলম, স¦প্নীল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সিকদার, ক্যাব চান্দগাঁও এর আবু ইউনুচ, অধ্যক্ষ মনিরুজ্জমান, নাঈম উদ্দীন আকিব, চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল হুদা লালু, ক্যাব বিভাগীয় সংগঠক জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

.

পরে ক্যাব প্রতিনিধি দল স্টিল মিল, কাটগড়, সাগরিকা ও নুর নগর হাউজিং গরুর বাজারে ক্রেতাদের মাঝে জেলা প্রাণী সম্পদ কার্যালয় ও ক্যাব কর্তৃক প্রণীত লিফলেট বিতরন করেন এবং বাজারের দর্শনীয় স্থানে ব্যানার স্থাপন করেন। এউপলক্ষে অনুষ্ঠানে ক্যাব নেতৃবৃন্দ বলেন কোরবানীর গরুর বাজারে যেন ক্রেতারা প্রতারিত না হয় সেজন্য প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত ও প্রাণী সম্পাদ অফিসের ভ্রাম্যমান মেডিকেল টিম নিয়োজিত থাকবে। যেখানে অতি সহজে রোগাক্রান্ত ও কৃত্রিমভাবে মোটাতাজাকরণ গরু সনাক্ত করা যাবে। ক্রেতারা প্রযোজনে জেলা প্রাণী সম্পাদ কার্যালয়ের হটলাইন নং ০৩১-৬৫৯০৭৬, ০১৮৫৯২৫৫১৫১, ০১৭২০৮৮২২৮২ এই নাম্বার অথবা www.facebook: CABdhaka, Consumers Association of Bangladesh-CAB/ক্যাব চট্টগ্রাম এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।

উল্লেখ্য ১৪ আগষ্ঠ ২০১৮ থেকে ক্যাব ও জেলা প্রাণী সম্পাদ কার্যালয় চট্টগ্রাম, জেলা প্রশাসন চট্টগ্রামের যৌথ উদ্যোগে কোরবানীর হাটে ক্রেতা হয়রানি রোধ, রোগমুক্ত গবাদি পশু নিশ্চিতকরণ, কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ সনাক্ত করণে নগরীর ০৮টি গরুর বাজার ও নগরীর বাইরে ০২টি বাজারে প্রচারপত্র বিলি, ব্যানার স্থাপন, ভ্রাম্যমান আদালত পরিচালনা, গরুর বাজারে সার্বক্ষনিক ভাবে ভোটেরিনারী সার্জন উপস্থিতি ও জরুরী প্রয়োজনে হটলাইন সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print