t হালকা সাজে স্নিগ্ধ সকাল – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হালকা সাজে স্নিগ্ধ সকাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

স্নিগ্ধ হোক ঈদের সকালের সাজ। কারণ ঈদের দিন সকালের সাজ দিয়েই শুরু হয় ঈদের সাজসজ্জা। যদিও কোরবানের ঈদে অনেক বেশি ঝামেলা থাকে। তার পরেও যারা সাধারণত সাজতে পছন্দ করেন না, তারাও ঈদের দিন নিজেকে একটু সাজাতে পছন্দ করেন। তবে সকালের সাজ অবশ্যই হালকা হতে হবে। তাতেই স্নিগ্ধ দেখাবে। ঈদের দিন সকালে বাড়িতে থাকলে এক ধরনের সাজ হবে। আর যদি কেউ বেরিয়ে পড়তে চান, সাজে হালকার মধ্যেই একটু জমকালো ভাব আনতে হবে। সাজটা পরিমিত হলেও তাতে উৎসবের ছোঁয়া থাকবে।

সকালে গোসল করে পছন্দের পোশাক পরে নিতে পারেন। সকাল থেকেই অতিথি আসা শুরু হয়। তাদের সাদরে অভ্যর্থনা জানাতে গিয়ে নিজের দিকে খেয়াল করার সময় হয় না। তাই সকালে উঠেই নিজেকে সাজিয়ে নিতে হবে।

প্রথমে মুখে হালকা কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। সকালের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চোখের সাজ। কাজল, মাশকারা ও আইলাইনার ব্যবহারে সাজ পূর্ণতা পায়। চোখের সাজের ক্ষেত্রে পোশাকের সঙ্গে মিলিয়ে বা কনট্রাস্ট করে আইশ্যাডো দিতে পারেন। তবে সকালের সাজে পাউডার আইশ্যাডো ব্যবহার করতে হবে। কোনো ধরনের তরল আইশ্যাডো, ক্রিম বা গ্লিটার দেয়া আইশ্যাডো ব্যবহার করা উচিত নয়।

এরপর আইলাইনারের টানে আঁকতে হবে চোখ। চাইলে কাজলও আইলাইনারের মতো করে ব্যবহার করা যেতে পারে। শুধু কাজল দিয়ে চোখের সাজ এখন বেশ ট্রেন্ডি। যারা সাজতে পছন্দ করেন না, তারা শুধু কমপ্যাক্ট পাউডার ও কাজল দিয়েই পুরো সাজ পূর্ণ করতে পারেন।

ঈদের দিন সকালে বাইরে গেলে ত্বকের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন প্রথমে ব্যবহার করুন। কিন্তু ভালোভাবে যেন মিশে যায়, তা খেয়াল রাখতে হবে। দিনের বেলার জন্য হালকা গোলাপি, মভ কিংবা বাদামি রঙ বেছে নিতে পারেন। বস্নাশনের ব্রাশ বোলানোর পর কমপ্যাক্ট বা ফেসপাউডার ব্যবহার করতে হবে। ঠোঁট হালকা রঙের লিপস্টিক দিয়ে রাঙাতে পারেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print