t নোমানকে স্থায়ী কমিটির সদস্য করার দাবীতে সভা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোমানকে স্থায়ী কমিটির সদস্য করার দাবীতে সভা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

BNP Khorshed
আব্দুল্লাহ আল নোমানকে স্থায়ী কমিটিতে স্থান দিতে আয়োজিত সভায় বক্তব্য রাখছেন প্রবীণ বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।

আব্দুল্লাহ আল নোমানকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটিতে যথাযথ মূল্যায়ণ সহ অন্তর্ভুক্ত করার দাবীতে মিছিল সমাবেশ করেছে নোমান সমর্থক বিএনপি নেকা কর্মীরা।

মঙ্গলবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বীরত্বপূর্ণ ভূমিকা সহ দেশের ইতিহাসের স্মরণীয়, বরণীয় প্রতিটি আন্দোলনে আবদুল্লাহ আল নোমানের ভূমিকা অপরিসীম। বর্তমান সংকটকালে দেশের রাজনৈতিক শূণ্যতা পূরণে আবদুল্লাহ আল নোমানের বিকল্প নেই।

নগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এম.এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুস ছাত্তার, অধ্যাপক ওহাব কাসেমী।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এম.এ সবুর বলেন, চট্টগ্রামের দায়িত্বশীল অনেক নেতারা যেইখানে আন্দোলনে ব্যর্থ হয়েছেন সেইখানে আবদুল্লাহ আল নোমান দলের হাল ধরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, নেতাকর্মী বেষ্টিত থেকে সারাজীবন নোমান দীর্ঘ রাজনৈতিক জীবন অতিক্রম করেছেন। কর্মীদের আবেগ-অনুভূতির কথা বিবেচনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে যথাযথ স্থান দিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করবেন বলে আশা রাখি।

সভায় আরো বক্তব্য রাখেন কাজী বেলাল, আবু সালেহ আশরাফ চৌধুরী, কমান্ডার সাহাব উদ্দিন, মোহাম্মদ আলী, মিয়াজ মো. খান, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, আবদুল মান্নান, এস.এম জাহাঙ্গীর, জসীম উদ্দিন জিয়া, মোশারফ হোসেন ডিপ্টি, শফিকুল আলম, মাইমুনুল ইসলাম হুমায়েন, আরজু সাহাব উদ্দিন, মো. নাসির উদ্দিন, আবুল হায়ের মেম্বার, কাজী শামসু, এস.এম মফিজুল্লাহ, আবু মো. চৌধুরী, মো. আলী পান্না, খালেদ সাইফুল্লাহ, তোফাজ্জেল হোসেন, আমিন উল ইসলাম তৌহিদ, মাইন উদ্দিন শহীদ, যায়েদ বিন রশিদ, শেখ রাসেল, জমির উদ্দিন নাহিদ, শাহিন আহমদ কবির, আখি সুলতানা, আতিয়া আকতার উষা, মরিয়ম বেগম, ইকবাল হোসেন, আবদুল হাই, ইকবাল পারভেজ, মো. ইসমাইল, হাশেম সওদাগর, মো. শফিউল্লাহ, সৌরভ শাহিন,আরিফুর রহমান মিঠু, এস.এম আজাদ প্রমুখ।

সভায় অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের নেতা-কর্মীদের মনের অবস্থা মূল্যায়ন করে আবদুল্লাহ আল নোমানকে জাতীয় স্থায়ী কমিটিতে যথাযথ স্থান দেওয়ার বিনীত আহ্বান জানান এবং শৃঙ্খলা ও সাংগঠনিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় শপথ ব্যক্ত করেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print