t জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বীরাঙ্গনা রমা চৌধুরী – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বীরাঙ্গনা রমা চৌধুরী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আইসিউতে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।  শনিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের আইসিউতে স্থানান্তর করানো হয় তাকে।

রমা চৌধুরী বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে।  শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়ার পাশাপাশি রক্তশূন্যতায় ভুগছেন তিনি।  রয়েছে ডায়বেটিসও। শরীরের রক্তচাপ কোনভাবে নিয়ন্ত্রনে রাখা যাচ্ছে না। কখনো কমছে আবার কখনো বাড়ছে।

২০১৭ সালের ২৪ ডিসেম্বর বাসায় পড়ে গিয়ে কোমরে ফ্রাকচার হয় রমা চৌধুরীর। ওইদিনই তাকে নগরীর মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেই থেকে একটানা অসুস্থ ছিলেন তিনি। পরে গত ১৭ জানুয়ারি তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।  শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকরা ছাড়পত্র দিলে গত ২৫ মার্চ তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি বোয়ালখালীতে। কিছুদিন ভালো থাকার পর আবারও তার রক্তবমি হলে ফের ভর্তি করা হয় চমেক হাসপাতালে। সেই থেকে তিনি চমেক হাসপাতালের চতুর্থ তলায় মুক্তিযোদ্ধা কেবিনে ছিলেন।

সাহিত্যিক রমা চৌধুরীকে সার্বক্ষনিক দেখভাল করেন তাঁরই বইয়ের প্রকাশক আলাউদ্দীন আহমদ খোকন।  তিনি বলেন, রমা চৌধুরীর রক্তচাপ উঠানামা করছে।  শরীরের অনেকাংশে ফুলে গেছে। রক্তশূন্যতার পাশাপাশি ডায়াবেটিস সমস্যাও দেখা দিয়েছে। চিকিৎসকরা এখনও বসেননি। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। সেগুলোর রিপোর্ট পেলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা জানতে পারবেন।

১৯৪১ সালে বোয়ালখালীর পোপাদিয়া গ্রামে জন্ম হয় রমা চৌধুরীর।  একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ১৩ মে নিজবাড়িতে পাক বাহিনীর দোসরদের হাতে নির্যাতনের শিকার হন সাহিত্যিক রমা চৌধুরী। দীর্ঘ ১৬ বছর বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে লেখালেখিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।  প্রবন্ধ উপন্যাস ও কবিতা মিলে এপর্যন্ত ১৯টি গ্রন্থ প্রকাশ হয়েছে তাঁর । দেশ স্বাধীনের পর হারিয়েছেন তিন ছেলে। সন্তান হারানোর বেদনা আর সীমাহীন দারিদ্র ও দু:খ কষ্টকে সাথী করে কেটেছে তার জীবন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print