
সীমান্ত এলাকা কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহৃত তিন রোহিঙ্গা যুবককে গলাকাটাবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় আরও ৩জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তাঁদের পরিবার।
স্থানীয় লোকজনের খবরে আজ সোমবার সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুলের পারিয়াপাড়ার পাহাড়ের ভেতর থেকে ৩ জনকে গলাকাটাবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের উখিয়া ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন হলেন-বালুখালী ই-ব্লকের সাইদ হোসেনের ছেলে নুরুল আলম (৪৫), কুতুপালং ডি-ব্লকের মো: খালেক (২২) ও কুতুপালং ই-ব্লকের মো: আনোয়ার (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া। তিনি বলেন, স্থানীয় রাখালদের খবরের ভিক্তিতে হোয়াইক্যংয়ের চাকমারকুলের পাহাড়ী এলাকা থেকে ৩ জনকে গলাকাটাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। কারা তাদের অপহরণ করেছে অনুসন্ধান চলছে। নিখোঁজদের উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।