
ফেনীর লেমুয়া এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এনিয়ে আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে।
এনিয়ে ৭ ঘন্টার ব্যবধানে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ীর মৃত্যু হলো।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ৭ রাউন্ড গুলি এবং ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়্। র্যাবের দাবী নিহত কবির মাদক ব্যবসায়ী।
র্যাব-৭ ফেনী সিপিসি-১ অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে র্যাব টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী কবির হোসেনের লাশ উদ্ধার করে। নিহত কবির হোসেন (৩৫) চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ইছাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার লাশ ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।
উল্লেখ্য মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ফেনী সদরের সুলতানপুর এলাকায় র্যাব এর সাথে বন্দুকযুদ্ধে মো. সুমন ওরফে লাল সুমন (৩৫) স্বরাস্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মারা যায়।
*ফেনীতে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী লাল সুমন নিহত