
চট্টগ্রামে আলোচিত সিআরবি ডাবল মার্ডার মামলায় তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন চাইতে গেলে মহানগর হাকিম আল ইমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরিত তিন আসামি হলেন, মো. ফরিদ, মো. জহির ও মনির হোসেন।
উল্লেখ্য : গত ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগরীর সিআরবিতে রেলওয়ের দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই যুবলীগ কর্মী সাজু পালিত ও আট বছর বয়সী শিশু আরমান হোসেন টুটুলের মৃত্যু হয়। এঘটনার পর প্রথমে নগর গোয়েন্দা পুলিশ ও পিবিআই এর সংশ্লিষ্ট কর্মকর্তা মোট ৫৫ মাস তদন্ত শেষে চাঞ্চল্যকর এ মামলায় ৬৪ জনের বিরুদ্ধে সম্পুরক অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে ৩৭ জনকে সাক্ষী করা হয়েছে। ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে ৮৭ জনের নাম থাকলেও তদন্তে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আট কিশোরসহ ১৬ জনকে অব্যাহতি দেয়ার জন্য চার্জশিটে সুপারিশ করা হয়। দুইজন নিহতের ঘটনায় কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমান বাদি হয়ে বাবর ও লিমনসহ ছাত্রলীগ যুবলীগের ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।