
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে মিনিবাসের ধাক্কায় মোঃ হুমায়ুন কবির (৬৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি একটি ট্রাকের চালক।
আজ শনিবার (২২ সেপ্টম্বর) সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়াস্থ শাহ্ আমিন উল্লাহ্ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটেছে।
কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুল হালিম পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ট্রাক ড্রাইভার হুমায়ুনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়।
স্থানীয়রা জানায়, ট্রাক রাস্ততার একপাশে রেখে পাশে দাড়িঁয়েছিল ট্রাক ড্রাইভার হুমায়ুন। এসময় উপজেলার বার আউলিয়ার শাহ্ আমিন উল্লাহ্ পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামমুখী ৮নং একটি মিনিবাস ট্রাক ড্রাইভারকে ধাক্বা দিলে গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা কুমিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।