t সাগরিকায় উচ্ছেদ অভিযান চালিয়ে শতবছরের মন্দির ভাঙ্গার অভিযোগ, এলাকায় বিক্ষোভ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাগরিকায় উচ্ছেদ অভিযান চালিয়ে শতবছরের মন্দির ভাঙ্গার অভিযোগ, এলাকায় বিক্ষোভ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে নগরীর সাগরিকা রোডস্থ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কাছে একটি শত বছরের মন্দির ভেঙ্গে দিয়েছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। এ নিয়ে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ সৃস্টি হয়েছে।

তবে সিটি কর্পোরশন কর্তৃপক্ষ দাবী করেছে ভুল করে মন্দির ভাঙ্গা হয়েছে।

এর আগে সকাল থেকে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় বাসিন্দ অসিত দাস জানায়, দক্ষিন কাট্রলী মহামায়া মঘদেশ্বরী মায়ের শত বছরের পুরানো সেবাখোলা মন্দিরটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের নির্দেশে সোমবার বিকালে বুলডোজার দিয়ে ভেঙ্গে দেয়।  এর প্রতিবাদে ও ম্যাজিস্ট্রেটের শাস্তির দাবিতে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকার সর্বস্তরের জনসাধারণ। এতে মহানগর হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

এসময় সমাবেশে অংশগ্রহণকারীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে মন্দির ভাঙ্গার খবর পেয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মেয়র ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন এবং নতুন করে দেয়ালটি নির্মাণের প্রতিশ্রুতি দেন।

এ ব্যাপারে জামালখান ওয়ার্ড কমিশনার শৈবাল দাশ সুমন জানান, সাগরিকা রোডস্থ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে চসিকের উচ্ছেদ অভিযান চলে। এ সময় চসিকের একজন ড্রাইভার ভুলবশত শ্রী শ্রী মগদেশ্বর মাতৃ মন্দিরের একটি সীমানা দেয়াল ভেঙ্গে ফেলেন। পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মেয়র ঘটনাস্থল পরিদর্শন করে এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।

কাউন্সিলর আরও জানান, এ ঘটনায় মেয়র ওই মন্দিরের ক্ষয়ক্ষতি পূরণের পাশাপাশি সীমানা দেয়ালটি আগের চেয়ে সুন্দর ও আকর্ষণীয় করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ব্যাপারে চসিকের প্রধান প্রকৌশলী কর্নেল মহিউদ্দিন আহমদকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন মেয়র।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print