
বঙ্গোপসাগরে ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় নিহত নৌবাহিনীর দুই সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েেছে।
আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বাদ জুমা চট্টগ্রামের বা নৌ জা ঈসা খান প্যারেড গ্রাউন্ডে দুই নৌ সদস্য মিজানুর রহমান পিও (জিআই) ও মোতালেব হোসেন এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে যথাযথ সম্মান প্রদর্শন শেষে মরদেহ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নৌ বাহিনী সুত্রে জানাগেছে।

এসময় নৌ প্রধানসহ সকল কর্মকর্তা ও নৌ সদস্যগন নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সর্বস্তরের নৌ সদস্যদের উপস্থিতিতে একটি আবেগঘন শোকময় পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে প্রশিক্ষণ চলাকালে গোলাবারদ্রে বক্স বিস্ফোররিত হয়ে দুই নৌ সেনা নিহত হয়।
*পতেঙ্গায় ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণকালে ২ নৌ সেনা নিহত