
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাহমুদুল করিম (২৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত করিমের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আজ রোববার (৩০সেপ্টেম্বর) ভোরে ছোট মহেশখালী ইউনিয়নের সাপেরডেইল এলাকায় এ ঘটনা ঘটে ।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, কিছু সন্ত্রাসী সাপেরডেইল এলাকায় জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। টনাস্থলে পৌঁছানো মাত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাহমুদুলকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারের কথাও জানিয়েছেন তিনি।