t চট্টগ্রামে উন্নয়ন মেলায় মানুষের ভীড় – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে উন্নয়ন মেলায় মানুষের ভীড়

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

উন্নয়ন মেলা উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজের সামনে থেকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশের উন্নয়ন মেলা উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রচার করা হয় জিমনেশিয়াম চত্বরে।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থেকে চট্টগ্রামে উন্নয়ন মেলার সভায় বক্তব্য রাখেন- বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ কায়কাউস, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন এবং পুলিশ সুপার নুরে আলম মিনা।

উন্নয়ন মেলায় ১৭০টিরও বেশি স্টল আছে। এই মেলা চলবে শনিবার পর্যন্ত।

.

বৃহস্পতিবার চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ কায়কাউস।

তিনি বলেন, এক দশকে দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সড়ক যোগাযোগ, খাদ্য, সামরিক-বেসামরিক, তথ্য প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন ও সেবা খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে। বৃদ্ধি পেয়েছে সাক্ষরতার হার ও মাথাপিছু আয়। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইন-১ উৎক্ষেপণ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ১৮ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে তা হবে ২৪ হাজার মেগাওয়াট।

কায়কাউস বলেন, সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, দোহাজারী থেকে কক্সবাজার ঘুমধুম পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ, ঢাকায় মেট্রোরেল প্রকল্প, ঢাকা-চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণসহ আরো বড় বড় মেগা প্রকল্পগুলোর কাজ আজ দৃশ্যমান। মিরসরাইয়ে ৩০ হাজার একর জায়গার উপর গড়ে তোলা হচ্ছে ইকোনমিক জোন। এখানে প্রায় দশ লাখ লোকের কর্মসংস্থান হবে।

.

“দেশের অনেক মানুষ সরকারের উন্নয়ন সম্পর্কে জানে না। মাঠ পর্যায়ে সরকারের দৃশ্যমান উন্নয়ন ও নীতি নির্ধারণী বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে সারাদেশে একযোগে জাতীয় উন্নয়ন মেলার আয়োজন,” বলেন তিনি।

চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান, পিপিএম, জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এসএম রবিউল হাসান প্রমুখ।

.

উন্নয়ন মেলার প্রথম দিনে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্টলে।

তিন দিনের মেলায় জেলা প্রশাসন, বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, নগর ও জেলা পুলিশ, তথ্য অফিস, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, জেলা পরিষদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদফতর, কৃষি মন্ত্রণালয়সহ ১২০টি প্রতিষ্ঠানের ১৭০টি স্টল আছে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print