
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার একটি বাড়িতে জঙ্গী আস্তানা ঘেরাও করে অভিযান চালাচ্ছে র্যাব। সেখানে র্যাবের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এবং জঙ্গিরা কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে র্যাব৭ জানিয়েছে।
বৃহস্পতিবার রাত ৩টা থেকে থেকে সকাল সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।

বিষয়টি স্বীকার করে র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পাঠক ডট নিউজকে বলেন, গোপন খবরের ভিক্তিতে খবর পেয়ে জোড়ারগঞ্জ থানার উত্তর সোনা পাহাড় এলাকায় চৌধুরী ম্যানশন নামে একটি বাড়ীতে জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে অভিযানের সময় র্যাবকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি ও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
তবে আমরা এখনো বাড়ীটির ভীতরে ঢুকতে পারিনি। ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম রওনা দিয়েছে। সেই টিম আসলে র্যাব বাড়ির ভেতরে ঢুকবে।
তবে তাৎক্ষনিক কোন হত্যাহত হয়েছে কিনা তিনি জানাতে পারেননি র্যাবের এ কর্মকর্তা।
বিস্তারিত আসছে….