
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সিগনাল কলোনি এলাকা থেকে মো. সোহেল রানা (২২) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে পু্লিশ। ধৃত সোহেল রানা ভোলা জেলার লালমোহন থানার বালুরচর এলাকার মো. জসিমের ছেলে।
আজ বু্ধবার (১৭ অক্টোবর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকতা সদীপ কুমার দাশ বলেন, গ্রেফতারকৃত সোহেল পেশাদার ছিনতাইকারী। সে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে ছিনতাই করে থাকে। আজ ভোরে টহল পুলিশ তাকে একটি ওয়ান শুটার গানসহ গ্রেফতার করে।