
জনপ্রিয় সঙ্গীত শিল্পী চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চুর মরদেহ আজ শনিবার সকালে চট্টগ্রামে আনা হয়েছে। বেসরকারী ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সকাল ১০টা ৫৫ মিনিটে তাঁর মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছেছে।
বিমান বন্দরে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত থেকে বাংলা ব্যান্ডের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর মরদেহ গ্রহণ করেন। এসময় বিমান বন্দরে শত শত ভক্ত মিডিয়া কর্মী ও আত্মীয় স্বজনরা উপস্থিতত রয়েছেন।

জানাগেছে আইয়ুব বাচ্চুর কফিনের সাথে ঢাকা থেকে ২৫ জন পরিবার আত্মীয় স্বজনরা এসেছে।
বাচ্চুর মরদেহ বিমান বন্দর থেকে সরাসরি নেয়া হয়েছে শৈশবে বেড়ে উঠা নানাবাড়ি নগরীর মাদারবাড়িতে।
বিমান বন্দরে উপস্থিত থাকা সিটি মেয়র আ জ ম নাছির বিষয়টি নিশ্চিত করে বলেন, আইয়ুব বাচ্চুর মরদেহ সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মামা আবদুল আলিমের বাড়ী পশ্চিম মাদারবাড়ী রেল গেইট এলাকায় বালুর মাঠ প্রাঙ্গনে সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সেখানে তার আত্মীয় স্বজন এবং ঘনিষ্ট্যরা শেষবারের মত দেখতে পারবে।

বেলা ৩টায় মাদারবাড়ী থেকে মরদেহ নেয়া হবে দামপাড়া জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে নেয়া হবে তাঁর মরদেহ। সেখানে বন্ধুবান্ধব ও সাধারণ মানুষ তাকে শেষ বারের মত দেখার সুযোগ পাবে।
এরপর বাদ আছর অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। পরে ষ্টেশন রোডের চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে।
জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে নেয়ার পর নামাজে জানাজা এবং দাফন পর্যন্ত পুরো কার্যক্রম তত্ত্বাবধান করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সঙ্গীত ব্যক্তিত্ব আইয়ুব বাচ্চু বেড়ে উঠেন চট্টগ্রামে। তার শেষ যাত্রাও এখানেই।