t গণভবনের ভিতরে চলছে সংলাপ বাইরে মানববন্ধন – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গণভবনের ভিতরে চলছে সংলাপ বাইরে মানববন্ধন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ড. কামালের নেতৃত্বে গণবভনে শুরু হয়েছে বহুল প্রতিক্ষিত সংলাপ। গণভবনে পৌঁছেছে। তবে গণভবনের বাইরে সংলাপ অর্থবহ করতে ঐক্য প্রকৃিয়ায় নেতাকর্মীরা মোববাতি নিয়ে মানববন্ধন করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনের সামনে এমন দৃশ্য দেখা গেছে।

মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা একজন বলেন, আমার চাই দেশে শান্তি ফিরে আসুক। সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচন হোক। কোন প্রকার হরতার, অবরোধ করে যেন দেশকে অস্থিতিশীল করা না হয়।

অপর একজন বলেন, অনেক প্রতিক্ষার পর অবশেষে সংলাপ হচ্ছে। এই সংলাপের মাধ্যমে যেন দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ঐক্যফ্রন্টের নেতাদের গণভবনে ঢুকতে দেখা যায়। এদের মধ্যে ছিলেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, আ স ম আব্দুর রব, সুলতান মোহাম্মদ মনসুর, সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমূখ। এ সময় সংলাপে অংশ নিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও গণভবনে প্রবেশ করতে দেখা যায়।

এর আগে বিকেল ৫টা ২০ মিনিটে ড. কামালের বেইলি রোডের বাসা থেকে রওনা দেন ঐক্যফ্রন্ট নেতারা। তার আগে ড. কামালের বাসায় বৈঠক করেছেন তারা। মোট ১০টি গাড়িতে করে ঐক্যফ্রন্ট নেতারা শান্তিনগর হয়ে গণভবনের উদ্দেশে রওনা হন। প্রথমেই ছিল ড. কামালের গাড়ি, এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাদের গাড়ি।

সংলাপের জন্য ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১৬ জনের নামের তালিকা পাঠানো হয় আওয়ামী লীগকে। এর মধ্যে বিএনপির পাঁচ প্রতিনিধি হলেন— মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস। তাদের সঙ্গে থাকছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এস এম আকরাম; গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী; জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও সহসভাপতি তানিয়া রব; ঐক্য প্রক্রিয়ার সুলতান মনসুর ও আ ব ম মোস্তফা আমিন এবং স্বতন্ত্র হিসেবে থাকছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print