
চলমান রাজনৈতিক সংলাপ শেষ না হওয়ার আগ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার (৩ নভেম্বর) বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত এ চিঠি জোটের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম পথিক ইসির প্রাপ্তি ও জারি শাখায় জমা দেন
এ তথ্য নিশ্চিত করে জানিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যেন তফসিল ঘোষণা করা না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। সংলাপ শেষ হলে যেন তফসিল ঘোষণা করা হয়, সে বিষয়টি চিঠি উল্লেখ করা হয়েছে।